চৈনিক সন্ধ্যা


tea-chinese-green-pouring
প্রপ্সঃ রুহি! আমার বার্স্ট-শট অ্যাসিস্টেন্ট। 
noodles-bar-momo-chinese-table-teaলাঞ্চের জন্য যাই চায়নিজ নুডল বার এ। নাম, "নুডল বার" (হাহাহা...) যথারীতি, নাবিহার অওবার্জিন-রাইস আর রুহির মোমোর সাথে আমার অর্ডার হলো সিম্পল চায়নিজ চা। 

যারা চাইনিজ চা এর সাথে পরিচিত , তারা একটু মন খারাপ করে

গ্রিন টি বিশেষ ধরণের, চিনি নেই , স্বাদ নেই। তবে মৃদু সুঘ্রাণ আছে। মন্দ লাগেনি।
নভেম্বরের শুরুর দিকে, বৃষ্টি বৃষ্টি ভাব।
এমন আবহাওয়ায় কিছুই মন্দ লাগেনা বইকি।

ট্রিভিয়াঃ অবার্জিন হলো বেগুনের ব্রিটিশ নাম, আমেরিকান/অজিরা বলে এগপ্লান্ট বা ডিমগাছ

Comments

Popular posts from this blog

The Eyes of My Mother: নারী, প্রকৃতি, বিচ্ছিন্নতা

রিভিউঃ Sala samobójców (2011)

চাইনিজ জেসমিন টি