ফ্লেভার অফ দি ডেইঃ তারো
নতুন দেশে আসার পর যে জিনিসটাতে অভ্যস্ত হয়ে পড়ছি সেটা হলো নাবিহা বা রুহির বাবল-টি ট্রিট
গ্রুপওয়ার্ক-পরবর্তী-রিচুয়াল |
বাবল-টি ঢাকাতেও মোটামুটি প্রচলিত তাইনা?
কিন্তু সত্যি বলতে এখানে যেরকম ভ্যারাইটি পাওয়া যায় সেরকম ঠিক নাহ...!
তারো এর স্বাদ চেখে দেখার ইচ্ছা।
বাবল-টি প্রেমীদের মধ্যে জনপ্রিয় নাকি এই তারো ফ্লেভার ,
আর নাবিহা বাবল-টি পিউরিস্ট, ওর জন্য সবসময় মিল্কটি (দুধচা এর স্বাদ কিন্তু আরেকটু কড়া) ফ্লেভার
এবং হ্যা - অসাধারণ :)
ফুলেল একটু ঘ্রাণ আর স্বাদ , আর হালকা উজ্জ্বল বেগুনি রং (মন ভরে যায় না দেখলে?)~
ট্রিভিয়াঃ তারো একপ্রকার জাপানি মিষ্টি আলু, উজ্জ্বল বেগুনি রঙের জন্য ইয়্যাম থেকে পার্থক্য করা যায়
Comments
Post a Comment