টার্কিশ ক্যাফেইন
"তোমরা এই কফি খাবা নাকি?" - আব্বা |
'১৬ এর গ্রীষ্মের স্টাডি-ব্রেকে লন্ডন গিয়েছিলাম, বাবা ছিলেন সাথে - তো , আঙ্কেলের ট্রিট~
লন্ডনের সাহান এর টার্কিশ কুইজিন, জায়গা চমৎকার!
যথারীতি খাওয়া শেষে টার্কিশ কফি।
তুর্কির বাইরে টার্কিশ খাওয়া কেমন তা নিয়ে তুর্কির মানুষদের মধ্যে নানামত আছে শুনছি - তবে আসল টার্কিশ এর সাথে তুলনা করার সাধ্য নেই, এমনিতে ভালোই লেগেছিল~
এখানে আমার হ্যান্ড-মডেলিং করেছে রুহি। দেখানো হলো পরিমাণ কট্টুক হাহাহা...
মন ভরার জন্য যথেষ্ট? দ্যাট ডিপেন্ডস ইফ ইউ লাইক দি টার্কিশ টেইক অন কফি।
সাধারণের চেয়ে বেশি কড়া...কফির ঘ্রাণ অবশ্য সেই! চিনি ছাড়াই ভালো।
Comments
Post a Comment